ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় অনুশীলন শুরু
রাজধানীতে সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি বিষয়ক ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ-২০১৫ (ড্রি)’ শুরু হয়েছে।
রোববার সকালে আর্মি গল্ফ ক্লাবে সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের যৌথ উদ্যোগে এ অনুশীলন কার্যক্রমটি শুরু হয়।
অনুশীলনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ মোট ১৫০ জন অংশ নেন।
অনুশীলনে ঢাকা শহরের ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় সকল সংস্থার কার্যক্রম অনুশীলন ও যথার্থতা যাচায়ের মাধ্যমে সম্পন্ন করা হবে। এই যৌথ অনুশীলনের মাধ্যমে ভুমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি, অনুশীলনে অংশগ্রহণকারী সকল সহযোগী সংস্থার কর্মপদ্ধতির সমন্বয়, পারস্পরিক ধারণা বৃদ্ধি এবং চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সংস্থার কার্যকরিতা যাচাই করা সম্ভব হবে।
অনুশীলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সেনা, নৌ এবং বিমানবাহিনীসহ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, ডিজিএমএস, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ভিডিপি, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ), তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি, গণপূর্ত অধিদফতর, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর এবং দুর্যোগ মোকাবেলার সাথে সম্পর্কিত সরকারি ও বেসরকারি মোট ৮৪টি সংস্থাকে সম্পৃক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের অধ্যক্ষ স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম, ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল গ্রেগরী সি. বিলটন বক্তব্য রাখেন।
আগামী ১ ও ২ সেপ্টেম্বর অনুশীলনটি তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এবং ৩ সেপ্টেম্বর আর্মি গল্ফ ক্লাবে অনুশীলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এআর/একে/এমআরআই