নারী শিক্ষার মহিরুহ সিস্টার জোসেফ মেরি


প্রকাশিত: ১২:১৫ পিএম, ৩০ আগস্ট ২০১৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, হলিক্রস কলেজের সাবেক অধ্যক্ষ সিস্টার জোসেফ মেরি নারী শিক্ষার মহিরুহ। তিনি নারী শিক্ষার অগ্রদূত হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন। হলিক্রস কলেজের সামগ্রিক শিক্ষার উন্নয়নের পেছনে রয়েছে তার অপরিসীম অবদান।

রোববার রাজধানীর হলিক্রস কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির সাবেক প্রিন্সিপাল সিস্টার জোসেফ মেরি স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তৃতাকালে একথা বলেন তিনি ।

স্পিকার বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তা সকলে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার দেয়া শিক্ষা ও মূল্যবোধগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন হলিক্রস কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও, হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ প্রমুখ বক্তব্য রাখেন।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।