বিরল রোগে আক্রান্ত পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ এএম, ২১ মার্চ ২০১৯

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

অল পাকিস্তান মুসলিম লীগের মহাসিচব মেহেরিন আদম মালিক জানান, চিকিত্সকরা পারভেজ মোশাররফকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। তিনি অ্যামিলয়ডোসিস নামে একটি বিরল রোগে আক্রান্ত।

চিকিৎসার জন্য তিন মাস পর পর তিনি লন্ডনে যেতে হয়। ২০১৪ সালে আদালতে এক মামলায় শুনানির একদিন আগে হার্টের সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালে বিশেষ ক্ষমতাবলে পাকিস্তানের সংবিধান স্থগিতের ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। ৭৫ বছর বয়সী পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন।

১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন পারভেজ মোশাররফ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো ও লাল মসজিদের ইমামকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক ঘোষণা করা হয়েছে সাবেক এ স্বৈরশাসককে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।