জাপানে নতুন সামরিক আইনের বিরুদ্ধে বিক্ষোভ


প্রকাশিত: ১১:১৭ এএম, ৩০ আগস্ট ২০১৫

দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে নতুন আইনের প্রতিবাদে জাপানে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রোববার দেশটির জাতীয় সংসদের বাইরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসির।

নতুন এ আইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জাপানি সেনারা বিদেশে যুদ্ধে অংশ নিতে পারবে। ইতোমধ্যে আইনটি জাপানের নিম্নকক্ষে পাস হয়েছে। দেশটির উচ্চকক্ষে পাসের পর এটি আইনে পরিণত হবে।

জাপানের সংবিধানে দেশের অভ্যন্তরীন নিরাপত্তা ছাড়া সেনাবাহিনীর ব্যবহার এতদিন নিষিদ্ধ ছিল। তবে নতুন আইন অনুযায়ী জাপান তাদের মিত্র দেশের ওপর হামলা হলে তাদেরকে (মিত্র দেশকে) সহায়তা করতে পারবে।

রোববারের এ বিক্ষোভে দেশটির হাজার হাজার শিক্ষার্থী ও তরুণরা অংশ নেয়। তারা জাপানের শান্তিপূর্ণ সংবিধান রক্ষার কথা জানান।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, জাপানকে রক্ষায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। কিন্তু দেশের অনেক নাগরিক এটির বিরোধিতা করছে।

সম্প্রতি জাপানের একটি অনুষ্ঠানে আইনটির পরিকল্পনা জানানোর পর ব্যাপক সমালোচনা হয়। এরপর রোববার দেশটির নিম্নকক্ষে নতুন এ আইন পাসের পর দেশজুড়ে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ।

এসআইএস/এএইচ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।