তুষারঝড়ে হিমালয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০১৪

নেপালের হিমালয়ে প্রবল তুষারঝড় ও তুষারপাতে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ২৯-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬ জন পর্বতারোহী ও তিনজন কৃষক রয়েছে। খবর বিবিসির।

হিমালয়ের অন্নপূর্ণা চূড়ায় আঘাত হানা তুষারঝড়ে মৃতদের মধ্যে দুই ইসরায়েলী, দুই পোলিশ ও আট নেপালী রয়েছেন। ওই চূড়া থেকে ফিরে আসা অনেক পর্বতারোহীর সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নেপালী কর্তৃপক্ষ।

এদিকে হিমালয় অঞ্চলের পূর্ব ও পশ্চিমে তুষারধসে ১০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে স্থানীয় ছাড়াও কানাডিয়ান, স্লোভাক ও ভারতীয় নাগরিক রয়েছেন।

এ ছাড়া বুধি গাঁদকারী নদীতে প্রবল বৃষ্টিপাতের সময় ঘুমন্ত অবস্থায় এক ফ্রেঞ্চ নাগিরকের মৃত্যু হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর আঘাতের পর নেপালে প্রচুর বৃষ্টিপাত ও তুষারধসের ঘটনা দেখা দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।