ব্যবসায়ীরা ভালো গ্রাহক নন!


প্রকাশিত: ১০:৫৫ এএম, ৩০ আগস্ট ২০১৫

দেশের একজন ব্যবসায়ীও ব্যাংকের সঙ্গে লেনদেনে শতভাগ নিয়ম মানতে পারছেন না। তাই কোনো ব্যবসায়ী ব্যাংক ঋণ নিয়ে ভালো গ্রাহকের সম্মান অর্জন করতে পারছেন না। অথচ বাংলাদেশ ব্যাংকের শর্ত পালন করতে পারলে ভালো গ্রাহকের স্বীকৃতি হিসেবে ঋণের সুদ ১০ শতাংশ হারে ছাড় পেতে পারেন ব্যবসায়ীরা। কিন্তু এখন পর্যন্ত একজন ব্যবসায়ীও এই সুবিধা নিতে পারেননি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের কাছে দেশের ৫৬টি ব্যাংক ৫ মাসের এ সংক্রান্ত একটি পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছে।

চলতি বছরের ১৯ মার্চ বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ভালো ব্যবসায়ীদের সম্মাননা জানানোর নির্দেশ দেয়। তবে সেখানে ভালো ঋণ গ্রাহক নির্বাচনে কিছু শর্ত জুড়ে দেয়া হয়।

তারপর পুরো ৫ মাস পেরিয়ে গেছে। ব্যাংকগুলোর পাঠানো পর্যালোচনা প্রতিবেদন বলছে, তাদের কাছে বাংলাদেশ ব্যাংকের শর্ত শতভাগ পরিপালন করে একজন ব্যবসায়ীও আবেদনের যোগ্যতা অর্জন করতে পারেননি।

এদিকে, ব্যবসায়ীদের ঋণ লেনদেনের এই চিত্র দেখে হতাশ বাংলাদেশ ব্যাংক। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, দেশের লাখ লাখ ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন। কিন্তু লেনদেনে এই খারাপ চিত্র কি বার্তা দিচ্ছে?

জানা গেছে, মার্চে ব্যাংকগুলোর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, চলমান ঋণ গ্রহীতার ঋণ হিসাব নূন্যতম তিন বছর অশ্রেণিকৃত থাকতে হবে। লেনদেন সন্তোষজনক হতে হবে। তলবী ঋণ গ্রহীতার ৩ বছরের সকল ঋণ অশ্রেণিকৃত থাকতে হবে। অন্যদিকে, মেয়াদি ঋণ গ্রহীতার ঋণ তিন বছর অশ্রেণিকৃত থাকতে হবে।

তবে কোনোভাবেই কোনো গ্রাহকের বা তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের শ্রেণিকৃত ঋণ থাকলে তিনি তা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভালো গ্রাহক হতে পারবেন না।

একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জাগো নিউজকে রোববার বলেন, বাংলাদেশ ব্যাংক ভালো গ্রাহক নির্বাচনে ৫টি শর্ত দিয়েছে। ৫টি শর্ত পরিপালন করতে পারলেই কেবল ওই ব্যবসায়ী বা তার প্রতিষ্ঠান ভালো গ্রাহক হিসেবে সুবিধা পাবেন। তবে এসব শর্ত পরিপালন করে বাংলাদেশের কোনো ব্যবসায়ী চলেন না।

জানা গেছে, কেবল শর্ত মেনে ব্যবসা পরিপালন ও ব্যাংকের সঙ্গে লেনদেন করলে গ্রাহকরা তার ঋণের তৃতীয় বছরের সুদের ১০ শতাংশ ছাড় পাবেন। এর এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী প্রতি বছর তাকে ছাড় দেওয়া হবে।

তবে একজন ব্যাংকার বলছেন, বিষয়টি প্রচারণার অভাবে ব্যবসায়ীরা জানতে পারছেন না। সে কারণে এমনটি হতে পারে। ভালো গ্রাহকের স্বীকৃতি দেয়া হবে, এই বিষয়টি ব্যাপক প্রচার করা দরকার। তাহলে অনেক ব্যবসায়ী হয়তো আগ্রহ পাবেন।

 

এসএ/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।