ফলের রসের ইনজেকশনে মৃত্যু ঝুঁকিতে চীনা নারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ মার্চ ২০১৯

চীনের এক নারী ইনজেকশন দিয়ে নিজের শরীরে ফলের রস ঢোকানোর পর প্রায় প্রাণ হারাতে বসেছিলেন। স্বাস্থ্য রক্ষার জন্যই তিনি এ কাজ করেছিলেন বলে জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়, চীনের ওই নারী জানতেন ফলের রস স্বাস্থ্যের জন্য ভালো। তাই না খেয়ে তিনি সরাসরি ইনজেকশন নিয়েছিলেন। এতে তার যকৃত, কিডনি, হৃদপিণ্ড এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের হুনান প্রদেশের যিয়াংগান ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তাররা বলছেন, ৫১-বছর বয়সী এ নারী যে ইনজেকশন নিয়েছিলেন তাতে ২০ ধরনের ফলের রস ছিল।

চীনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে স্বাস্থ্য রক্ষার নিরাপদ উপায় সম্পর্কে মানুষকে আরও বেশি করে জানানোর প্রয়োজন রয়েছে।

ইনজেকশন শরীরে ঢোকানোর পর এ নারীর দেহে চুলকানি শুরু হয় এবং তার তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়।

এরপর মুমূর্ষু অবস্থায় গত ২২ ফেব্রুয়ারি তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ভর্তি করা হয়। এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজের বাড়িতে ফিরে গেছেন।

এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।