কপোতাক্ষ বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


প্রকাশিত: ১০:২৫ এএম, ৩০ আগস্ট ২০১৫

কপোতাক্ষের উজানে নদী সংযোগ, ভাটিতে সাগর পর্যন্ত পলি অপসারণসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন।

রোববার দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

দুপুর ১২টার পর কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা যশোর টাউন হল ময়দানে জড়ো হন।পরে তারা কালেক্টরেট চত্ত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতা ইকবাল কবির জাহিদ, অনিল বিশ্বাস, মাস্টার নূর জালাল, হাজী কওসার, আবুল কালাম আজাদ প্রমুখ।

কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ জানান, কপোতাক্ষের উজানে নদী সংযোগ, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ভাটিতে সাগর পর্যন্ত পলি অপসারণ, নদের বাঁধ-পাটা অপসারণ এবং এসকল প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের দাবিতে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্মারকলিপিটি গ্রহণ করেছেন।এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামীও উপস্থিত ছিলেন।তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কপোতাক্ষের সকল বাঁধ-পাটা অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন।

মিলন রহমান/ এমএএস


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।