বরিশালে দুর্বৃত্তের হামলায় শ্রমিকসহ আহত ১০


প্রকাশিত: ১০:১৭ এএম, ৩০ আগস্ট ২০১৫

বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার ফরচুন সু কোম্পানির পরিচালকসহ ১০ শ্রমিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিসিক পোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, কারখানার শ্রমিক রিমন, মিজান, আলামিন, শাহিন, আরিফ, রাসেল, রাকিব, শাকিল, তারেক এবং কোম্পানির পরিচালক রবিউল ইসলাম। আহতদের মধ্যে পাঁচজনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে  রিমনের অবস্থা আশঙ্কাজনক।

কোম্পানির ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, সকালে তাদের কোম্পানির পরিচালক রবিউল ইসলাম একটি মোটরসাইকেলযোগে বাবুগঞ্জ থেকে বিসিকের ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিসিক পোল এলাকা অতিক্রমকালে তার মোটরসাইকেল সাইড দিতে গিয়ে অটোরিকশা থেকে এক৬ যাত্রী পড়ে আহত হয়। এ সময় স্থানীয় খোকনসহ কয়েকজন দুর্বৃত্তরা রবিউল ইসলামের গতিরোধ করে তাকে লাঞ্ছিত করে।

এ খবর ছড়িয়ে পড়লে ফরচুন সু’র কারখানা থেকে শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে কোম্পানির পরিচালক রবিউল ইসলামকে মারধরের প্রতিবাদ জানায়। এ সময় খোকন এবং তার সহযোগীরা অতর্কিতে শ্রমিকদের ওপর হামলা চালায়। তারা পাটকেল ছুড়ে মারে এবং লাঠিপেটা করে। এতে ৯ শ্রমিক গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

ফরচুন সু কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে পাঁচজনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিমনের অবস্থা আশঙ্কাজনক। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

নগরীর কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনা থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের কারখানার ভেতর ঢুকিয়ে দিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।