খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান ধর্মঘট


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ৩০ আগস্ট ২০১৫

ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের সামনে তিন ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে।

অবস্থান ধর্মঘট চলাকালে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইন্টার্ন চিকিৎসক পরিষদের খুলনা শাখার সভাপতি ডা. ইমরান হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ডা. রজন সিংহ, ডা. শুভ হাসান, ডা. কিরণ সিংহ, ডা. সুদীপ পাল, ডা. আনিসুর রহমান রনি, ডা. রাহুল, ডা. শুভ্রা, ডা. চাঁদ সুলতানা ডোরা ও ডা. নাবিলা প্রমুখ।

বক্তারা অবিলম্বে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা ১২ থেকে ১৪ ঘণ্টা হাসপাতালে দায়িত্ব পালন করেন। আজকের এ বাজারে তাদের যে ভাতা দেয়া হয় তা দিয়ে চলে না। তাই ভাতা বৃদ্ধি না করলে তারা আরো বড় ধরনে কর্মসূচি দিতে বাধ্য হবেন। সমাবেশ শেষে হাসপাতাল ক্যাম্পাসে চিকিৎসকরা একটি র‌্যালি বের করেন।

আলমগীর হান্নান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।