নামাজরত মুসল্লিদের ওপর হামলা বেদনাদায়ক : কানাডার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৬ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে জুমার নামাজ চলাকালীন খ্রিস্টান জঙ্গির নির্মম বন্দুক হামলায় নারী ও শিশুসহ ৪৯ জন নিহত হয়েছেন। নামাজের সময় নৃশংস এ হামলাকে বেদনাদায়ক বলে তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
শান্তির দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডে এমন ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। উগ্রপন্থী খিষ্টান জঙ্গির বর্বর এই হামলার ঘটনায় গোটা বিশ্বে বইছে সমালোচনা ও নিন্দার ঝড়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামাজের সময় মুসল্লিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে এই শোকে একাত্মতা প্রকাশ করেছেন।
জাস্টিন ট্রুডো ক্রাইস্টচার্চ হামলার নিন্দা জানিয়ে তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে একটি শোকবার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, ‘প্রার্থনা করার সময় মানুষের ওপর এমন হামলা অত্যন্ত বেদনার। নিউজিল্যান্ডে আজ (শুক্রবার) যে হামলার ঘটনাটি ঘটেছে কানাডা তাতে তীব্র নিন্দা জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হামলায় হতাহত ও তাদের পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। নিউজিল্যান্ডের নাগরিক ও মুসলিম সম্প্রদায়ের মতোই আজ শোকাহত।’
নিজের ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো বলেন, ‘প্রার্থনার সময় মানুষকে আক্রমণ করা অত্যন্ত বেদনার এবং নিউজিল্যান্ডে আজ যে গুলির ঘটনা ঘটেছে তার কঠোর নিন্দা করছে কানাডা। হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। নিউজিল্যান্ড এবং বিশ্ব মুসলিম জনগোষ্ঠীর মতোই আমরা আজ শোকাহত।’
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও মসজিদে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সব ধরনের চরমপন্থা ও এ জাতীয় কর্মকাণ্ডসহ বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্স দৃঢ়াবস্থানে। মিত্র দেশগুলোর সঙ্গে এক হয়ে এসব সন্ত্রাসবাদের বিরুদ্ধেই কাজ করে থাকে ফ্রান্স।’
তারও আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন, ‘ভয়ঙ্কর এ হামলার ঘটনায় নিউজিল্যান্ডের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
মসজিদে হামলার ঘটনাটিকে ‘বর্ণবাদী ও ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করে এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘অত্যন্ত নিন্দনীয় হত্যাকাণ্ডের ঘটনায় দেশের পক্ষে আমি মুসলিমবিশ্ব ও নিউজিল্যান্ডের জনগণের প্রতি শোক জানাই। মাথাচাড়া দিয়ে ওঠা বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষেরই সর্বশেষ নজির এ হামলা।’
Attacking people during prayers is absolutely appalling, and Canada strongly condemns today’s shootings in New Zealand. Our thoughts and hearts go out to the victims and their families, and we join New Zealanders and Muslim communities around the world in grieving.
— Justin Trudeau (@JustinTrudeau) March 15, 2019
এসএ/এমআরএম