বায়ার্নের টানা তৃতীয় জয়


প্রকাশিত: ০৭:০৪ এএম, ৩০ আগস্ট ২০১৫

বুন্দেসলিগায় নিজেদের অপ্রতিরোধ্য করে তুলছে বায়ার্ন মিউনিখ। শনিবার লেভারকুজেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। আর এ ম্যাচে জোড়া গোল করে নিজের ২০০তম ম্যাচটি বেশ ভালোমতোই স্মরণীয় করে রাখলেন টমাস মুলার।

নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৬ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন মুলার। সতীর্থ দগলাস কস্তার বাড়ানো বলে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই জার্মান ফরোয়ার্ড। প্রথমার্ধে আরও কিছু আক্রমণ করেও অবশ্য আর গোল করতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বায়ার্নের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ৬০ মিনিটে বায়ার্নের চিলির স্ট্রাইকার আরতুরো ভিদালকে বক্সের ভেতর ফাউল করে বসেন অতিথি খেলোয়াড় রবার্তো হিলবার্ট। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেন মুলার।

এরপর ৭১ মিনিটে ওই হিলবার্টের কল্যাণেই আরেকটি পেনাল্টি পায় বায়ার্ন। এবার বক্সের ভেতর হিলবার্ট হ্যান্ডবল করলে পেনাল্টি দেন রেফারি। আর পেনাল্টি থেকে গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন ডাচ স্ট্রাইকার রোবেন।

এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।