প্রকাশ্যে বিয়ের প্রস্তাব : প্রেমিক-প্রেমিকা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৫ মার্চ ২০১৯

শপিং মলে প্রকাশ্যে নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে বিপাকে পড়েন এক যুবক। ওই মুহূর্তটি অনেকে ভিডিও করেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আর এতেই কপাল পোড়ে কপোত-কপোতির।

ঘটনাটি ঘটেছে ইরানের আরাক শহরের একটি শপিং মলে। ফুলের পাঁপড়ি দিয়ে আঁকা হার্ট চিহ্নের ভেতরে দাঁড়িয়ে ছিলেন এক যুগল। ওই সময় ছেলেটি বিয়ের প্রস্তাব দেয় মেয়েটিকে। জবাবে সম্মতি জানায় সে। এরপর ছেলেটি মেয়েটির আঙুলে আংটি পরিয়ে দেয়।

দু’জন দু’জনকে আলিঙ্গন করে। উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানায়। সম্প্রতি ভিডিওটি টুইটারে আপলোড করা মাত্রই ভাইরাল হয়। এই ভিডিওটি দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও নজরে পড়ে। ইসলামি সংস্কৃতির বরখেলাপ করে বিয়ের প্রস্তাব দেয়ার ‘অপরাধে’ তাদের গ্রেফতার করা হয়েছে। পরে অবশ্য দু’জনই জামিনে মুক্ত হয়েছেন।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।