গাজা পরিস্থিতির জন্য জাতিসংঘ দায়ি : হামাস মুখপাত্র


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৫ অক্টোবর ২০১৪

ফিলিস্তিনের বর্তমান অবস্থার জন্য জাতিসংঘকে দায়ি করেছে হামাস। এক বিবৃতিতে হামাস মুখপাত্র সামি আবু জুহরি এ কথা বলেছেন।

সামি আবু জুহরি বলেন, জাতিসংঘের আড়ালে ইহুদিবাদী ইসরাইল গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এ জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে দায় নিতে হবে। জুহরি কোনো রাখঢাক না করেই বলেছেন, রাফাহ শহরে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে বান কি মুনের অংশগ্রহণ ছিল।

একইসঙ্গে তিনি গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞের জন্য জাতিসংঘকে দায় নেয়ার আহবান জানিয়েছেন। হামাস মুখপাত্র জাতিসংঘ মহাসচিবের প্রতি আহবান জানিয়ে বলেন, গাজা প্রশ্নে দ্বৈত অবস্থান পরিহার করুন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে গত ১ আগস্ট ইহুদিবাদী সেনারা ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। এতে একদিনেই শহীদ হন অন্তত ৮০ ফিলিস্তিনি এবং আহত হন ৩৫০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।