ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৩০ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১২ মার্চ ২০১৯

ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় সৌদি জোটের হামলায় ৩০ বেসামরিক নিহত হয়েছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি জোট ইয়েমেনের জনগণের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে। কিন্তু এরপরও আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হচ্ছে না। ইয়েমেনে সৌদি বর্বরতা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ দাবি করেছে হিজবুল্লাহ।

গত রোববার হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর ফলে কমপক্ষে ৩০ জন বেসামরিক নিহত হয়েছে।

২০১৫ সাল থেকে দরিদ্র দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। আর এতে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ পাশ্চাত্য এবং আঞ্চলিক কয়েকটি দেশ।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।