মদিনায় মারা গেলেন প্রথম মহিলা হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে মারা গেছেন মোসাম্মৎ মারুফা শাজাহান শায়লা (৩৭) নামের এক মহিলা। (ইন্নালিল্লাহি.... রাজিউন)। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে গিয়ে মারা যাওয়াদের মধ্যে তিনিই প্রথম নারী।
মদিনা হজ অফিস জানিয়েছে, শনিবার(২৯ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে মদিনার আনসার হাসপাতালে তিনি মারা যান। নিহতের পাসপোর্ট নম্বর বিই-০৬৫৭২৭১। তাকে জান্নাতুল বাক্কীতে দাফন করা হয়েছে।
মরহুমের গ্রামের বাড়ী গাইবান্ধা সদরের পূর্বপাড়ায়। তার স্বামীর নাম শাহজাহান বাবু। মারুফা শাহজাহান শায়লা সরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালনের উদ্দেশ্যে গত ১৯ আগষ্ট বাংলাদেশ বিমানের বিজি-৫০১৭ ফ্লাইটে সৌদি আরবে যান।
আরএম/এএইচ/এমআরআই