তথ্যমন্ত্রীর ওয়েবসাইট হ্যাকড


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৯ আগস্ট ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট বসানোর প্রতিবাদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওয়েবসাইট হ্যাক করেছে ব্ল্যাক হেট হ্যাকার্স।

শনিবার ভোরে সাইটটি হ্যাক করে প্রতিবাদ জানায় হ্যাকাররা।

হ্যাক হওয়া ওয়েবসাইটটি হচ্ছে-http://www.hasanulhaqinu.info/

DU website hack
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটও হ্যাক করে সংগঠনটি।

হ্যাক করা সাইটগুলোতে হ্যাকাররা লেখেন, ‘EDUCATION IS NOT A BUSINESS. Middle class family’s student also study in private university! SAY NO TO VAT!! ON EDUCATION’

এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।