দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে সংঘর্ষে আহত ৪


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৯ আগস্ট ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে কলেজটির চার ছাত্র আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহফুজ, শুভ, সামাদ ও মিয়াদ। এর মধ্যে গুরুতর আহত মিয়াদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডিপুল এলাকায় আধাঘণ্টা অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বহিরাগত কয়েকজন যুবক কলেজগেটের পাশে কলেজছাত্র রিয়াদকে মারধর করেন। এসময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছামির মাহমুদ/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।