ব্যাংককে হামলায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৯ আগস্ট ২০১৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এরাওয়ান মন্দিরের কাছে বোমা হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত `প্রধান সন্দেহভাজন’কে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খবর বিবিসি।

দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভনসিরি জানান, শনিবার ব্যাংককের উত্তরাঞ্চলের  একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ওই সন্দেভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় বোমার তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১০টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে গ্রেফতারকৃত ব্যক্তি তুরস্কের নাগরিক বলে দাবি করা হলেও প্রাউত এ বিষয়ে কোনো কিছু বলতে রাজি হননি।

এদিকে ব্যাংককের ডেপুটি পুলিশ চিফ জেনারেল চাকটিপ চাইজিনদা বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি হামলার সঙ্গে জড়িত কিনা তা এখনো পরিস্কার নয়। তবে সিসিটিভির ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির সঙ্গে গ্রেফতারকৃত যুবকের চেহারার মিল আছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট থাইল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের ৯ জন বিদেশি পর্যটক রয়েছেন। এছাড়া চীন ও তাইওয়ানের নাগরিকসহ শতাধিক পর্যটক আহত হন।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।