আল জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ড
মিসরের একটি আদালত কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার তিন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে। দেশটির নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে তাদেরকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।
শনিবার রায় ঘোষণার সময় কানাডিয়ান-মিসরীয় বংশোদ্ভূত মোহাম্মদ ফাহমি ও মিসরের বাহের মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া অস্ট্রেলীয় বংশোদ্ভূত সাংবাদিক পিটার গ্রেস্টা চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া চলে যায়। তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
এর আগে ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করার অভিযোগ আনে মিসর। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে ওই তিন সাংবাদিক।
আদালতের রায়ে বলা হয়, আল জাজিরার এই তিন সাংবাদিক মিসরের সাংবাদিক সিন্ডিকেটে রেজিষ্ট্রেশন করেনি। এছাড়া তারা কর্তৃৃপক্ষের অনুমতি ছাড়া একটি হোটেল ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করেছে।
এসআইএস/এমআরআই