আমরা ইসরাইলপন্থি : ওবামা


প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৯ আগস্ট ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলের প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, সবার জানা উচিত আমরা ইসরাইলপন্থি। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিদের সংগঠন ‘জিউশ ফেডারেশন অব নর্থ আমেরিকা’ এবং ‘কনফারেন্স অব প্রেসিডেন্ট অব মেজর আমেরিকান জিউশ অর্গানাইজেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার ওবামা এ মন্তব্য করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক প্রাধান্য বজায় রাখার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইসরাইলের মত পার্থক্যকে তিনি ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে পারিবারিক কলহের মতো বলে তুলনা করেন। ওবামা বলেন, সব পরিবারেই এ ধরনের কলহ বা মতপার্থক্য থাকে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের সঙ্গে বিশ্বের শীর্ষ ছয় পরাশক্তির পরমাণু সমঝোতা হয়। এ সমঝোতার প্রতি রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের সমর্থন আদায়ের জন্য প্রেসিডেন্ট ওবামা চেষ্টা করছেন। কিন্তু কংগ্রেসের সমর্থন পাওয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দিতে মার্কিন ইহুদিরা উঠেপড়ে লেগেছে। তারা এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাচ্ছে।

এসআইএস/এএইচ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।