শত শত আইএস যোদ্ধার আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৭ মার্চ ২০১৯

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সর্বশেষ ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ৪০০ সদস্য যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

সিরীয় ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) জ্যেষ্ঠ এক কমান্ডার বলেছেন, আইএসের নিয়ন্ত্রণে থাকা দেইর আজ জোর প্রদেশের সর্বশেষ ঘাঁটি বাগোউজ গ্রাম থেকে শত শত যোদ্ধা আত্মসমর্পণ করেছে।

এসডিএফের ওই কমান্ডার বলেন, বাগোউজ গ্রামে এখনো অনেক আইএস যোদ্ধা রয়েছে, যারা আত্মসমর্পণ করতে চান না।

আরও পড়ুন : কিশোর ছাত্রকে শতাধিকবার ধর্ষণ, শিক্ষিকা গ্রেফতার

বুধবার ২ হাজারের বেশি মানুষ ওই গ্রাম ছেড়েছেন। পরে তাদের ট্রাকে করে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয়; যেখানে তাদের জিজ্ঞাসাবাদ, তল্লাশির পর খাবার এবং পানীয় সরবরাহ করা হয়।

সিরিয়ায় এই জঙ্গিগোষ্ঠীর সর্বশেষ ঘাঁটি গুঁড়িয়ে যাওয়ায় অনেক সদস্যের মাঝে ক্ষোভ, হতাশা দেখা যায়। বাগোউজ গ্রামে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী তাদের অভিযানের গতি কমিয়ে দেয়ার পর সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। আইএসের এই ঘাঁটি ছাড়তে ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে অভিযান ধীরে পরিচালনা করে এসডিএফ।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করা হারাম : ফিলিস্তিনি মুফতি

পরাজয় আসন্ন জেনেও বাগোউজ গ্রাম ছাড়ার সময় অনেকের মুখে শোনা যায়, ইসলামিক স্টেট থাকবে স্লোগান। মরুভূমিতে তল্লাশির সময় আইএসের নারী যোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। এসময় আইএসের প্রশংসা ও সাংবাদিকদের দিকে তেড়েও যান তাদের অনেকে।

সূত্র : আলজাজিরা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।