৬ ধাপ এগিয়ে বিশ্বের ১৩ তম ধনী মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৭ মার্চ ২০১৯

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানী আরও ছয় ধাপ এগিয়ে বিশ্বের ১৩ তম ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, বিশ্বের ১০০ জন ধনী ব্যক্তির মধ্যে ১৩ তম অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

বিশ্বের শীর্ষ ১০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। আগের বছরের তুলনায় সম্পদ বেড়ে ছয় ধাপ এগিয়েছেন মুকেশ আম্বানি। ২০১৮ সালে তিনি ছিলেন বিশ্বের ১৯ তম ধনী ব্যক্তি। সে সময় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪০ দশমিক ১ বিলিয়ন ডলার। কিন্তু গত বছরের তুলনায় তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫০ বিলিয়ন ডলার।

বিশ্বের সেরা ১০০ জন ধনকুবেরের তালিকায় মুকেশ আম্বানি ছাড়াও ভারতীয়দের মধ্যে রয়েছেন আজিম প্রেমজি। তার অবস্থান ৩৬ তম, এইচসিএলের কর্ণধার শিব নদরের স্থান ৮২ তম এবং আর্সেলর মিত্তলের চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল রয়েছেন ৯১ তম স্থানে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।