চীনে কাগজ কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত ৭


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৯ আগস্ট ২০১৫

চীনের হুনান প্রদেশে একটি কাগজ কারখানায় বিষাক্ত দ্রব্য ফেলতে গিয়ে সাত শ্রমিক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর সিনহুয়া নিউজের।

খবরে বলা হয়েছে, হুনান প্রদেশের ওই কারখানার একজন শ্রমিক বিষাক্ত দ্রব্য ফেলতে গিয়ে গর্তে পড়ে যান। এ সময় ওই শ্রমিককে তার সহকর্মীরা সাহায্য করতে গেলে বিষাক্ত গ্যাসে সাত শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে ঘটেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে ১২আগস্ট তিয়ানজিনের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪৫ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১২জনকে আটক করা হয়েছে। এছাড়া ১১কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।