দুর্ঘটনাপ্রবণ বাঁক প্রশস্ত করার কাজ শুরু হচ্ছে


প্রকাশিত: ১০:২৭ এএম, ১৫ অক্টোবর ২০১৪

সারাদেশে সড়ক ও মহাসড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ বাঁক প্রশস্ত করার কাজ খুব দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুর ১টায় রাজধানীর গাবতলী থেকে সোয়ারিঘাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশের সড়ক, মহাসড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি বাঁক প্রশস্ত করার কাজ খুব দ্রুতই শুরু হচ্ছে। অতি দ্রুত এ কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। আর ইতোমধ্যে এ কাজের জন্য ১৬৫ কোটি টাকা অনুমোদন হয়েছে।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেকেই মনে করেন রাস্তায় স্পিড ব্রেকার থাকলে সড়ক দুর্ঘটনা কমে যায়। কিন্তু এ ধারণাটি ভুল। আর তাই এটি কমিয়ে আনা হচ্ছে। পাশাপাশি সারা দেশের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা হ্রাসে বাঁক প্রশস্তে কাজ শুরু হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।