এয়ার ইন্ডিয়ার ক্রুদের ‘জয় হিন্দ’ বলা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৬ মার্চ ২০১৯

যাত্রীদের উদ্দেশে ঘোষণার সময় ক্রুদের প্রতিবার ‘জয় হিন্দ’ বলা বাধ্যতামূলক করেছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

এ নিয়ে জারি করা নোটিশে নির্দেশ দেয়া হয়েছে, ঘোষণার পর সামান্য সময় থামতে হবে, তারপর যথেষ্ট উদ্দীপনার সঙ্গে শব্দটি বলতে হবে।

এ নির্দেশ প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনা শুরু হয়।

অনেকেই প্রশ্ন তুলেছেন, শুধু দেশপ্রেমের বুলি দিয়ে কি লোকসানে থাকা বিমান সংস্থাকে বাঁচানো সম্ভব হবে?

এয়ার ইন্ডিয়া ২০০৭ সাল থেকে কোনো লাভের মুখ দেখেনি। সরকার সম্প্রতি এর মালিকানার অংশ বিক্রি করতে চাইলেও কেউ সে ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।

‘জয় হিন্দ’ বলার এ নির্দেশটি এমন এক সময়ে এল যখন পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে কয়েক সপ্তাহ ধরে ভারতে জাতীয়তাবাদী চেতনা তুঙ্গে। তবে ভারতের মধ্যে অনেকেই এয়ার ইন্ডিয়ার ‘জয় হিন্দ’ বলার নির্দেশকে সমর্থন জানালেও, বিমান যাত্রায় ইন-ফ্লাইট ঘোষণার সময় প্রতিবার কীভাবে ‘জয় হিন্দ’ বলা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অনেকে এটা নিয়ে ঠাট্টা-মশকরাও করেছেন। টুইটারে একজন লিখেছেন: ‘ভদ্রমহিলা এবং মহোদয়গণ, ঝড় আসছে, জয় হিন্দ। সিট বেল্ট বেঁধে রাখুন, জয় হিন্দ। এখন আর টয়লেটে যেতে পারবেন না, জয় হিন্দ।’

আরেকজন লিখেছেন : ‘ভদ্রমহিলা এবং মহোদয়গণ, আপনার ফ্লাইটে ১০ ঘণ্টা বিলম্ব হবে, জয় হিন্দ।’

একজন তো পরামর্শ দিয়েছেন, যাত্রীদের মধ্যে কে কত জোরে ‘জয় হিন্দ’ বলতে পারে তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে। পুরস্কার হিসেবে বিজয়ী যাত্রীকে ফ্রি আপগ্রেড দেয়া হবে।

এয়ার ইন্ডিয়া ভারতের সবচেয়ে পুরোনো যাত্রীবাহী বিমান সংস্থা হলেও এর সেবার মান নিয়ে প্রায়ই সমালোচনা হয়।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানের সিটে ছারপোকার প্রাদুর্ভাব নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশও হয়েছিল।

এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।