নড়াইলে শেষ হচ্ছে প্রাণ-আপ সুলতান উৎসব
নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্ম জয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপি প্রাণ-আপ এসএম সুলতান উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার শেষ হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে প্রাণ-আপের সহযোগিতায় সুলতান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, প্রাণ-আপের কর্মকর্তা আনিছুর রহমান টুটুল প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, শনিবার বিকেলে নারী পুরুষের বিশাল নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
হাফিজুল নিলু/এসএস/এমএস