মেট্রো স্টেশনে ৫ ফুট কোবরা


প্রকাশিত: ০৪:২২ এএম, ২৯ আগস্ট ২০১৫

ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রো স্টেশন থেকে পাঁচ ফুট লম্বা একটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। নয়াদিল্লির যমুনা ব্যাংক মেট্রো স্টেশনের ইলেকট্রিক্যাল সুইচ রুম থেকে সাপটি উদ্ধার করা হয়।

এর আগেও গত বছর জুন মাসে এই স্টেশন হতে একটি বিষধর সাপ উদ্ধার হয়েছিল।

গত বুধবার সকালে অংশুমান নামে স্টেশনের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের নজরে আসে বিষধর কোবরা সাপটি।

এর পরই বন অধিদফতরকে খবর দেয়া হয়। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। কোবরাটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট বলে জানিয়েছেন বনকর্মীরা।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।