আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে : ইনু


প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৮ আগস্ট ২০১৫

২১ আগস্টের ঘটনা এবং আগুন সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদের ৭১ ও ৭৫`এর খুনিদের মত বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত `অবিনাশী কণ্ঠস্বর` কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, ২১ আগস্টের ঘটনা এবং আগুন সন্ত্রাসের সঙ্গে যদি খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান জড়িত থাকে তাহলে তাদের বিচারের আওতায় এনে বিচারের রায় কার্যকর করতে হবে। আর এতে যদি তাদের ফাঁসি রায় হয় তাহলে ফাঁসি দিতে হবে, কোন প্রকার মায়া করা যাবে না।

নির্বাচিত সরকারের হাত ধরে সাম্প্রদায়িক শক্তি দেশে বিস্তার লাভ করেছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাজকার যুদ্ধাপরাধী চক্রকে চক্রান্ত করে রাজনীতির মাঠে জায়গা করে দিতে উদ্যোগ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

সংগঠনের সভাপতি আমিন আলীর সভাপতিত্বে গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল প্রমুখ।

আএসএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।