ভারতে আধা-সামরিক বাহিনীর সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৩ মার্চ ২০১৯

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রের যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দেশটির আধা-সামরিক বাহিনীর সদস্যরা। রোববার দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে এই কর্মসূচি পালন করছেন তারা।

ভারতীয় এই বাহিনীর অভিযোগ, আধা-সামরিক বাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর দরিদ্র ভাইয়ের মতো দেখা হয়। একজন বিক্ষোভকারী বলেন, আধা-সামরিক বাহিনীর সঙ্গে দিওয়ালী উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তিনি আমাদের জন্য কী করেছেন?

‘আমরা ২০০৪ সাল থেকে পেনশন পাই না। আমাদের জন্য এক পদ, এক পেনশনও (ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন) চালু করা হয়নি। এমনকি আমাদের আধা-সামরিক বাহিনীর নিহতদের শহীদের মর্যাদা দেয়া হয় না।’

বিক্ষোভকারীরা বলছেন, ‘যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা-সামরিক বাহিনীর দাবি-দাওয়া মেনে না নেন, তাহলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা শক্তিশালী বার্তা দেবেন।’

অপর এক বিক্ষোভকারী বলেন, আমাদের সঙ্গে সবসময় সৎ সন্তানের মতো আচরণ করা হয়। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার তাদের জন্য কী করেছেন, সেবিষয়েও জানতে চান তিনি।

সূত্র : ইন্ডিয়া ট্যুডে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।