ঝাড়ু হাতে কুম্ভমেলায় গিনেজ রেকর্ড ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৩ মার্চ ২০১৯

এবারের কুম্ভমেলা আরও একটি গিনেজ রেকর্ড অর্জন করল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভমেলায় এর আগে ৩ দশমিক ২ কিলোমিটার এলাকা জুড়ে হওয়া ৫শ বাসের প্যারেডও বিশ্বরেকর্ড গড়েছে। এবার ঝাড়ু হাতে কুম্ভমেলায় নতুন রেকর্ড গড়লেন ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের দূত হয়ে, একসঙ্গে ১০ হাজারেরও বেশি পরিচ্ছন্নতা কর্মী নেমেছিলেন ঝাড়ু হাতে। কয়েকটি দলে ভাগ হয়ে পুরো কুম্ভমেলা চত্বরের ময়লা পরিস্কার করেছেন তারা।

কুম্ভমেলা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে ছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এভাবে একসঙ্গে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মীর একসঙ্গে ঝাড়ু হাতে ময়লা পরিস্কারের ঘটনা আগে ঘটেনি। সে কারণেই এই ঘটনা রেকর্ড করেছে।

গত বৃহস্পতিবার কুম্ভমেলার লোগো লাগানো ৫শ বাসের লাইনও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কুমার আবস্তি জানিয়েছেন, কুম্ভমেলায় গাড়ি পার্কিংয়ের জন্য মোট ১৩শ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে পরিকল্পনা অনুযায়ী খুব ভালভাবে এই বাসের প্যারেড করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।