পাকিস্তানের সুরে কথা বলছেন মমতা : বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ এএম, ০৩ মার্চ ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘বাংলার কয়েকজন রাজনৈতিক নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন’।

ভারতীয় গণমাধ্যমের খবর- পুলওয়ামা হামলা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ বলেও উল্লেখ করেন দিলীপ।

এ প্রসঙ্গে শুক্রবার ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় কর্মীদের একটি অনুষ্ঠানে দিলীপ বলেন, ‘বাংলার কয়েকজন নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন। পুলওয়ামা হামলায় নিহত এক জওয়ানের বাবা বলেছেন, তার বড় ছেলেকে হারানো সত্ত্বেও ছোট ছেলেকে সেনায় পাঠাবেন। গোটা দেশে এখন এই আবেগের বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু কয়েকজন নেতা রয়েছেন, যারা প্রশ্ন তুলছেন, কেন পুলওয়ামায় হামলা হলো, কে এ জন্য দায়ী। এটা দুর্ভাগ্যজনক যে, একজন মুখ্যমন্ত্রী এ ধরনের কথা বলছেন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবান্নে মমতা বলেন, আমরা জানতেই চাইতে পারি এয়ার স্ট্রাইকে কতজন মারা গিয়েছে? কারা মারা গিয়েছে? আসলে ঘটনাটা কী?.. পাশাপাশি মোদি সরকারকে আক্রমণের সুরে মমতা বলেন, রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না। একটা নির্বাচনে জেতার জন্য যুদ্ধ চাই না, শান্তি চাই। জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি আমরা ভালোবাসি না।

এয়ার স্ট্রাইক নিয়ে মমতার মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ও। এ প্রসঙ্গে কৈলাশ বলেছেন, রাজনীতির জন্য একজন মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে সন্দেহের চোখে দেখছেন, এটা লজ্জাজনক। এ সময়ে যখন গোটা দেশ সেনার পাশে দাঁড়িয়েছে, তখন উনি প্রশ্ন তুলছেন। আমরা ধিক্কার জানাচ্ছি।

জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।