অভিনন্দনকে দেখতে হাসপাতালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০২ মার্চ ২০১৯

পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর দেশে ফেরত আসা ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে দেখতে হাসপাতালে গেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। গতকালে রাতে ভারত পৌঁছানোর পর শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাইলট অভিনন্দন পাকিস্তানে তার প্রায় ৬০ ঘণ্টার আটক অবস্থার বর্ণনা দিয়ে বিস্তারিত বলেছেন প্রতিরক্ষামন্ত্রীকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতাল কক্ষে উইং কমান্ডার অভিনন্দনের সঙ্গে কথা বলছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। নীল ব্লেজার পরিহিত অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে গল্প করছেন একটি চেয়ারে বসে।

ভারতে পৌঁছানোর পর অভিনন্দনকে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হাসপাতালে পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি। বিমানবাহিনীর বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তাও তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।