কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে দুই শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০২ মার্চ ২০১৯

কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্তে পাক বাহিনীর গোলা বর্ষণে দুই শিশুসহ তার মা নিহত হয়েছেন। শুক্রবার রাতে পাকিস্তানে আটক পাইলট অভিনন্দনকে ফেরত দেয়ার ঘণ্টা কয়েক পর গভীর রাতে সীমান্তে ব্যাপক গোলা বর্ষণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের পাশে অবস্থিত পুঞ্চ জেলায় পাক বাহিনীর গোলাবর্ষণে রুবানা আক্তার নামের এক নারী তার দুই শিশু সন্তানসহ নিহত হয়েছেন। নিহত শিশু দুটির মধ্যে একটির বয়স পাঁচ বছর আর অন্যটির মাত্র নয় মাস।

প্রতিবেদনে জানানো হয়েছে, গোলা বর্ষণের ঘটনায় নিহত রুবানা আক্তার নামের ২৪ বছর বয়সী ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়েছেন। পুলিশ বলছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গভীর রাতে বন্দুকের গুলি ও মর্টার বোমা ছোড়ে। তবে ভারতের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা হয় বলেও জানিয়েছে তারা।

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলের সালত্রী নামক গ্রামে শুক্রবার এ হামলা চালায় পাকিস্তান। পুঞ্চ জেলার মানকোটে এলকাতেও গোলাবর্ষণের ঘটনায় এক নারী আহত হয়েছেন। মানকোট ও সালত্রী ছাড়াও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কৃষ্ণঘাঁটি ও বালাকোটের বেশ কয়েকটি সেক্টরে হামলা চালায়।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।