কলম্বো টেস্টের প্রথম দিন বৃষ্টির


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৮ আগস্ট ২০১৫

শ্রীলঙ্কা ও ভারতের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১৫ ওভার। প্রথম দিনের প্রথম সেশনের ১৫ ওভার পরই বৃষ্টি শুরু হয়। এরপর কয়েক দফা বৃষ্টির কারণে খেলা আর শুরু করা যায়নি। এই সময়ে দুই উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে ভারত।

শুক্রবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ড ক্লাবে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচের দ্বিতীয় বলেই আঘাত হানেন লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। লোকেশ রাহুলকে (২) বোল্ড করে দারুণ সূচনা এনে দেন তিনি। এরপর দলীয় ১৪ রানে আজিঙ্কা রাহানেকে হারিয়ে চাপে পড়ে সফরকাররা। নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন এই ভারতীয়।

এরপর অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামলে নেন আরেক ওপেনার চেতেশ্বর পূজারা। এই জুটিতে এখন পর্যন্ত ৩৬ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। বৃষ্টির তাণ্ডবে শেষ পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে ৫০ রানেই প্রথম দিন শেষ করে ভারত। শনিবার সকালে আবারো ব্যাটিং শুরু করবেন পূজারা (১৯) এবং বিরাট কোহলি (১৪)।

আরটি/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।