কাশ্মীরে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০১ মার্চ ২০১৯

পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে কাশ্মীরে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে ভারত। বিতর্কিত অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ সমর্থনের অভিযোগে আগামী পাঁচ বছরের জন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা বেআইনি সংগঠন। এদের কাজকর্ম অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জামায়াতে ইসলামী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তারা জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন স্থানের জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে।

জামায়াতে ইসলামীর কার্যক্রম বন্ধ না হলে, ভারতের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমগুলোকে তারা আরও বাড়িয়ে তুলবে। এ ছাড়া সংগঠনটি ভারতের বাইরে একটা ইসলামী রাষ্ট্র তৈরির পায়তারা করছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪২ জন ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনার পর আব্দুল হামিদ ফায়াজসহ জামায়াতে ইসলামীর প্রায় ৩০০ নেতাকে আটক করে ভারতীয় পুলিশ।

১৯৪২ সালে প্রতিষ্ঠার পর তৃতীবারের মতো নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী।

এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।