জবিতে ভর্তির আবেদন শুরু শনিবার


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৮ আগস্ট ২০১৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এসএমএস-এর মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শনিবার দুপুর ১২টা থেকে শুরু হবে। এবারই শেষবারের মতো দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এ সুযোগ আর থাকছে না।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হবে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত আবদেন করা যাবে। মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ আবেদন করতে হবে।
 
এ, বি, সি, ডি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য ৩৫০ টাকা এবং ই ইউনিটের জন্য ৪৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের অবশ্যই আবেদনের সময় কোটা উল্লেখ করতে হবে।
 
আবেদনের যোগ্যতা : যে সব শিক্ষার্থী ২০১৪ বা ২০১৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসির বা তার সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখায় মোট জিপিএ ৮.০ এবং অন্যান্য শাখায় ৭.৫ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
 
এছাড়া শুধুমাত্র ‘ই’ ইউনিটে উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
 
সব ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ৩টি বিষয়ে সি-গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৪ বা ২০১৫ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে সি-গ্রেডসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সব ইউনিটের ক্ষেত্রে ৪র্থ বিষয়সহ জিপিএ গণনা করা হবে।
 
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর (শুক্রবার), ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর (শুক্রবার), বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর (শুক্রবার), সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
 
‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটের ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ ইউনিটে মোট ১০০টি আসনসহ সর্বমোট ২৭৬০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে । 
 
সুব্রত মণ্ডল/একে/পিআর
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।