ভারত-পাকিস্তানের মধ্যস্ততা করতে প্রস্তুত রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে রাশিয়া মধ্যস্ততা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ দেশটির সংবাদ সংস্থা তাসকে বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্ততা করতে প্রস্তুত মস্কো। যদি তারা চায় তাহলে সেটা অবশ্যই।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘মস্কো তাদের (ভারত-পাকিস্তান) জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আছে। যদি সেটা তাদের কোনো কাজে লাগে।’
আরও পড়ুন>> চীনা সেনাবাহিনীর ‘নিবিড় পর্যবেক্ষণে’ পাক-ভারত পরিস্থিতি
সাংবাদিকদের মারিয়া জাখারোভা আরও বলেন, ‘ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং তারা উভয়েই সে যুদ্ধের মহড়া চালাচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। লাইন অব কন্ট্রোলের (ভারত পাকিস্তান সীমানা নির্ধারণকারী রেখা) পাশে তারা যে আক্রমণ করছে তাতে প্রত্যক্ষভাবে সামরিক দ্বন্দ্ব অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’
চীন বলছে তাদের সামরিক বাহিনী ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা দুই দেশকেই এই উত্তেজনা কমাতে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের পরামর্শও দিয়েছে তারা।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল রে গুয়াংচাং ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে করা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তাদের সর্বশেষ অবস্থার খোঁজ খবর রাখছি। চীন দুই দেশের চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
এসএ/পিআর