ভিয়েতনামে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

রাতের খাবার খেয়ে পরস্পরের সাথে হাসিমুখে করমর্দনের মাধ্যম ভিয়েতনামে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসলেন পারমাণবিক ক্ষমতাধর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম ভিয়েতনামের হ্যানয়ে রাতের খাবারে অংশ নেন। যারা একটু পরই পারমাণবিক অস্ত্র বিষয়ক কঠিন আলোচনায় অংশ নিতে যাচ্ছেন।

খাবারের টেবিলে কিমের পাশে বসা ট্রাম্প বলেন, ‘আমি মনে করি দীর্ঘ সময়ের জন্য এটি একটি চমৎকার পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাবে।’

কোরিয়া যুদ্ধের অবসানে এ সম্মেলন থেকে রাজনৈতিক ঘোষণা আসতে পারে কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমরা দেখব।’

অপরদিকে দোভাষীর মাধ্যমে কথা বলা কিম ট্রাম্পকে বলেন, ‘আলোচনায় ভালো ফলাফলের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, যাকে প্রত্যেকেই স্বাগত জানাবে।’

একে অপরের প্রতি প্রতিশোধ পরায়ণ অবস্থা থেকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের উদ্দেশে গত বছরের জুনে সিঙ্গাপুরে বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ নেতা। সেই বৈঠকের সূত্র ধরেই এবারের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।