রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে চায় ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

রোহিঙ্গাদের নিজ দেশে গ্রহণের ইচ্ছার কথা পুনরায় জানিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাদের (রোহিঙ্গা)র নাগরিকত্ব দেয়ার কথা বলেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে তার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জিএমএ নিউজ বলেছে, ‘আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী।’

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ উল্লেখ করে গত বছরের এপ্রিলে দুতার্তে জানান, ফিলিপাইন রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত।

২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। জাতিসংঘ ও বেশ কয়েকটি পশ্চিমা দেশ এটাকে জাতিগত নিধন অভিযান হিসেবে আখ্যায়িত করলেও মিয়ানমার তা অস্বীকার করেছে।

রাষ্ট্রপতির সাবেক মুখপাত্র হ্যারি রোক গত বছর বলেছিলেন, উদ্বাস্তুদের গ্রহণে ফিলিপাইন সরকারের ‘ওপেন ডোর পলিসি’ রয়েছে। এর আগে ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধের পর হাজার হাজার ভিয়েতনাম উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল ফিলিপাইন।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।