টেস্টে তৃতীয় সেরা স্পিনার সাকিব


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৮ আগস্ট ২০১৫

বর্তমানে টেস্ট ক্রিকেটের তৃতীয় সেরা স্পিনার বাংলাদেশের সাকিব আল হাসান। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর ভোটে চলতি বছরের সেরা টেস্ট স্পিনারের খেতাবটা পেয়েছেন পাকিস্তানের ইয়াসির শাহ। আর এই ভোটে তৃতীয় হয়েছেন সাকিব।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ বছরের সেরা স্পিনার খুঁজতে গিয়ে ভোটের আয়োজন করে। সেখানে ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাকিব।

আর ৩১ শতাংশ ভোট পেয়ে বছরের সেরা স্পিনার হয়েছেন ইয়াসির। দ্বিতীয় হয়েছেন ভারতের রবিচন্দনের অশ্বিন। ২৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ১৬ শতাংশ ভোট পেয়েছেন শ্রীলংকার হেরাথ। ৯ শতাংশ ভোট জুটেছে অস্ট্রেলিয়ার নাথান লিঁওর ভাগ্যে।

২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্টে সাকিবের অভিষেক হয়। এরপর ৪২ টেস্টে ৬৮ ইনিংসে বল করে ৩৩.৩১ গড়ে ১৪৭ উইকেট নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।