কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুদগ্রাম জেলায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালের দিকে বিধ্বস্তের এই ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন।

ইন্ডিয়া ট্যুডে বলছে, সেন্ট্রাল কাশ্মীরের বুদগ্রামে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, আকাশসীমা লঙ্ঘন করে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে পাকিস্তান জঙ্গিবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। বুধবার সকালের দিকে জম্মু-কাশ্মীরের রাজৌরি ও নওশেরা সেক্টরের আকাশসীমায় পাকিস্তানি জঙ্গিবিমান প্রবেশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় যুদ্ধ বিমান এমন এক সময় বিধ্বস্ত হলো যার একদিন আগে মঙ্গলবার ভোর রাতে কাশ্মীর সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতের বিমান বাহিনী জয়েশ-ই-মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে অভিযান পরিচালনা করে।

ভারত বলছে, ওই অভিযানে জয়েশ-ই-মোহাম্মদের অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতের অভিযানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। বালাকোটের বাসিন্দারা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা গভীর রাতে প্রচণ্ড শব্দ শুনেছেন। তবে এতে কেউই নিহত হয়নি।

এদিকে, বুধবার সকালের দিকে কাশ্মীরের সোপিয়ানে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে।

এসআইএস/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।