শুটিংকে আরো জনপ্রিয় করবে নবীনরা


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৮ আগস্ট ২০১৫

নবীন শুটাররা বাংলাদেশে শুটিংকে আরো জনপ্রিয় করে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, নবীন শুটাররা আন্তর্জাতিক অঙ্গন থেকে সাফল্য বয়ে আনবে।

বৃহস্পতিবার গুলশান জাতীয় শুটিং কমপ্লেক্সে হামিদুর রহমান ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৮ বয়সী  ২৫টি ক্লাবের ১২০ জন শুটার অংশ নিচ্ছেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু।

সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ‘ এ আয়োজন থেকে ভবিষ্যতে পাওয়া যাবে অলিম্পিকে অংশ নেয়ার মতো শুটার।’

মহাসচিব অপু বলেন, ‘এ আসর থেকে বাছাই করা প্রতিভাবান শুটারদের জন্য দীর্ঘমেয়াদি অনুশীলনের ব্যবস্থা করা হবে।’

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।