ইউরোপের বর্ষসেরা ফুটবলার মেসি
২০১৪-১৫ সেশনে ইউরোপের সেরা ফুটবলারের তকমাটা এবার নিজের করে নিলেন আর্জেন্টাইন ফুটবলা তারকা লিওনেল মেসি।
ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে বৃহস্পতিবার মোনাকোতে এই পুরস্কার ঘোষণা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। প্রতিদ্বন্দী রোনালদো ৬১টি গোল করেছিলেন। কিন্তু তার দল একটি শিরোপাও জেতেনি।
বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ এবং রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে ইউরোপের সেরা ফুটবলার হলেন তিনি।
গোল করার দিক দিয়ে মেসি (সব প্রতিযোগিতা মিলে ৫৮টি) একটু পিছিয়ে ছিলেন বটে, কিন্তু সঠিক সময়ে জ্বলে উঠে ক্লাবকে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মেসির হাত ধরেই গত মৌসুমে স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা ডেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা। বলা যায় তার কারণেই এই তিনটি শিরোপা এসেছে কাতালানদের শো কেসে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে দ্বিতীয় গোলটি এসেছিল সুয়ারেজের পা থেকেই। তবুও মেসির পেছনেই থাকতে হলো তাকে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠানেই মেসির হাতে পুরস্কার তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি।
মেসি বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুব খুশি। গত বছরটা ছিল আমার জন্য খুবই স্পেশাল। তবে এর রহস্য কী তা নিজেও জানি না। আর আমি দারুন একটি ড্রেসিংরূম পেয়েছিলাম। যে কারণে আরও সাফল্য এসেছে।’
এসকেডি/এমএস