গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও প্রতিক্রিয়া নেই বিএনপির!


প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৭ আগস্ট ২০১৫

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে এর আগে সঙ্গে সঙ্গে কঠোর আন্দােলনের হুশিয়ারি দিয়েছিল বিএনপি সমর্থিত ২০ দলীয় জোট। তবে বৃহস্পতিবার নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলেও এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি দলটি।

এদিকে বৃহস্পতিবারই গুলশানে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডাকায় ধারণা করা হয়েছিল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি তাদের অবস্থানের কথা গণমাধ্যমের কাছে তুলে ধরবে।

কিন্তু বিষয়টি নিয়ে কােনো আলোচনা না করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গাজীপুরের জয়দেবপুরে নাশকতার মামলায় জড়ানোর প্রতিবাদ জানানাে হয়।

তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন।

তাই একই বিষয় নিয়ে আবারো গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলমাম খান।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েেছ, বিএনপির প্রতিক্রিয়া কী? সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে ২০ দলীয় জোট তাদের অবস্থান পরে ব্যাখা করবে।

গ্যাস ও বিদ্যুতের দাম নতুন করে বাড়লেও বিষয়টি নিয়ে আপাতত কোনো কথা বলবেন না তিনি।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।