ভুলেই নিজেদের বিমান ভূপাতিত করল পাকিস্তান সেনা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

গতকাল ‘মোদিনামা’ নামের এক ফেসবুকে পেজে একটি পোস্ট করা হয়। ভারতে ব্যাপক জনপ্রিয় সেই পেজের মোট ফলোয়ার সংখ্যা ২২ লাখ ৭৯ হাজার। হিন্দিতে লেখা সেই পোস্টের বাংলা তর্জমা করলে মোটামুটি অর্থ দাঁড়ায়, ‘ভয়মুক্ত, ভারতীয় বিমান ভেবে পাকিস্তান সেনাবাহিনী নিজেদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বর্তমানে পাকিস্তান এমন ভয়ে আছে যে, ভুলে তারা নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করে ফেলেছে।’

মোদিনামা নামের ওই ফেসবুকে পেজে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা দেখতে অনেকটা সংবাদের মতো। ছবিতে থাকা ‘সংবাদ শিরোনামে’ বলা হচ্ছে, ‘ভয়মুক্ত, পাকিস্তানি সেনারা ভুলবশত নিজেদের একটি বিমান ভূপাতিত করেছে।’ পোস্টটি শেয়ার হয়েছে দুই হাজার বার আর তাতে লাইক পড়েছে তিন হাজারের বেশি।

ফেসবুক পেজে ছবিসহ করা সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর ভারতের বদলা নেয়ার হুঁশিয়ারি পেয়ে পাকিস্তান সর্বক্ষণ ভয়ের মধ্যে বসবাস করছে। গোটা পাকিস্তানে ছড়িয়ে পড়া সেই আতঙ্ক থেকেই তাদের পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। ইমরান খান অবশ্য দাবি করেছেন, ভারত যদি আক্রমণ করে তাহলে সমুচিত জবাব দেবে তারা। তাছাড়া পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি।’

ফেসবুক পোস্টের ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘ইমরান খান ও দেশটির সেনাবাহিনী রাতে ঘুমাতে পর্যন্ত পারছে না। তবে মূল ঘটনা হলো, পাকিস্তান যখন এমন আতঙ্কের মধ্যে বসবাস করছে ঠিক তখনই ভুলবশত তারা নিজেদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সত্য হলো পাকিস্তান সেনাবাহিনী তাদের নিজেদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করেনি। মোদিনামায় সংবাদের মতো যে ছবিটি দেখা যায় তা নেয়া হয়েছে দ্য ফক্সি ডট কম নামের একটি ওয়েবসাইট থেকে। যা আগে ফল্ট নিউজ নামে পরিচিত ছিল।

ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবির সূত্র ধরে ওয়েবসাইটিতে গিয়ে তাদের ‘অ্যাবাউট আস’ বা আমাদের সম্পর্কে অধ্যায়ে খোঁজ নেয়া হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘ওয়েবসাইটে ব্যবহৃত লেখাগুলো হলো কল্পকাহিনীর অংশ।’

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।