নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটকে কেন্দ্র করে ভয়াবহ সহিসংতা ছড়িয়ে পড়েছে।

ভোট গণনা চলছে। বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ও ব্যবসায়ী আতিকু আবু বাকারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। তারা দু'জনেই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার নির্বাচনী নেটওয়ার্ক গ্রুপ জানিয়েছে, সহিংসতার ঘটনা খুবই উদ্বেগজনক। অন্য একটি নাগরিক সমাজ গ্রুপ বলছে, নিহতের সংখ্যা ৩৫ জনের মতো হতে পারে।

প্রেসিডেন্ট নির্বাচনে ৭০জনেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোট শুরুর কয়েক ঘণ্টা আগেই তা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সাবেক সামরিক শাসক বুহারি এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন।

বর্নো স্টেটের রাজধানী মাইদুগুরিতে ভোটের দিনই বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়ায় বেশ কয়েকটি ব্যালট সংগ্রহ কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।