জঙ্গি দিয়ে জঙ্গি দমন!
জঙ্গি দমনে এবার ‘সুইসাইড স্কোয়াড’ তৈরির কথা ভাবছে স্কটল্যান্ড পুলিশ। আর এ জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিয়োগ দিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। ইতোমধ্যে জঙ্গিদের খুঁজতে ব্রিটেনের সব কারাগারে তল্লাশি শুরু হয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ড সূত্র জানায়, নিয়োগের সময় বেশ কয়েকটি বিষয় গুরুত্ব দেয়া হচ্ছে। কারা কারা সবচেয়ে বেশি গুরুতর অপরাধী, কারা সরকারের সঙ্গে একমত হয়ে কাজ করতে প্রস্তুত এবং কারা জঙ্গি জীবনে ঘৃণা প্রকাশ করেছেন তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তবে সবচেয়ে বেশি দলে নেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্তদের।
স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার রিচার্ড ওয়ালট্রন জানান, জঙ্গি রুখতে আমাদের বাজি সাবেক জঙ্গিরা। জঙ্গি দমনে তারাই মূল অস্ত্র হতে চলেছে। তবে এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সমর্থন রয়েছে কি না তা জানা যায়নি।
উল্লেখ্য কিছুদিন আগেই ফরাসি গোয়েন্দা সূত্র ব্রিটিশ সরকারকে সতর্ক করে জানায়, ইউরোপে প্রায় ৭০ হাজার আইএস জঙ্গি ঢুকেছে। কয়েকদিনের মধ্যেই তারা হামলা চালাতে পারে। একই সঙ্গে ব্রিটেনই যে আইএসের প্রথম নিশানা তাও জানিয়েছে সূত্রটি।
এসআইএস/এএইচ/এমআরআই