কাশ্মীরিদের ওপর হামলা বন্ধে সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ভারত জুড়ে কাশ্মীরিদের ওপর হামলা বন্ধে সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সম্প্রতি পুলওয়ামা হত্যাকাণ্ডের জেরে কাশ্মীরিদের ওপর হামলা ও জনরোষ শুরু হয়। হামলা ঠেকাতেই কেন্দ্রীয় সরকারসহ ১০ রাজ্যকে নির্দেশ দিলেন দেশটির সর্বোচ্চ আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় ভারতের আধাসমারিক বাহিনীর অন্তত ৪০ জওয়ান নিহত হয়। হামলার পর গোটা ভারতে কাশ্মীরি শিক্ষার্থী, পেশাজীবী, চিকিৎসকসহ সাধারণ মানুষের ওপর হামলা আর হেনস্থা কিংবা নির্যাতনের ঘটনা ঘটে।

দেশের বেশ কয়েকটি স্থানে মারধরের শিকার হয়েছেন কাশ্মীরিরা। তাদের মধ্যে বেশিরভাগ ছাত্র ও ব্যবসায়ী। হামলার শিকার হওয়া কিংবা হয়রানি হওয়ার ভয়ে বহু কাশ্মীরি ছাত্র, বণিক, ব্যবসায়ী ভারতের বিভিন্ন শহর ছেড়ে কাশ্মীরে চলে গেছেন। এমন ভীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কাশ্মীরিদের সুরক্ষা দিতে সরকারকে নির্দেশ দিলেন আদালত।

সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশে প্রথমেই আছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া দশটি রাজ্যকেও এ সংক্রান্ত নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যগুলো হলো, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং মহারাষ্ট্র।

দেশব্যাপী কাশ্মীরিদের ওপর এম হামলা, হেনস্থা আর নির্যাতনের ঘটনা শুরু হলে এর প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন কাশ্মীরের আইনজীবী তারিক আদিব। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই এমন রায় দিলেন আদালত। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন একটি বেঞ্চ শুক্রবার এ আবেদনের শুনানি করেন।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।