গ্রুপ ফোরের টাকা চুরির ঘটনায় নিরাপত্তাকর্মী আটক


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০১৪

চট্টগ্রামের গ্রুপ ফোর সিকিউরিটির টাকা চুরির ঘটনায় শহিদুল ইসলাম শাওন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকাল সোয়া ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন ওই প্রতিষ্ঠানেরই নিরাপত্তাকর্মী ছিলেন।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেপটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গ্রুপ ফোর সিকিউরিটির টাকা চুরির মূল হোতা শহিদুল ইসলাম শাওনকে গ্রেফতার কেরেছে র‌্যাব সদস্যরা। তিনি ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী ছিলেন।

প্রসঙ্গত, রবিবার নগরীর খুলশীতে গ্রুপ ফোরের কার্যালয়ের ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি হয়। এরপর সোমবার রাতভর নগরীর আইস ফ্যাক্টরি রোডে সরকারি সিটি কলেজের পাশের এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে টাকাগুলো উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। পরে চুরির ঘটনায় সিনিয়র ম্যানেজার তারেক মনসুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।